পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দিনহাটায় শিক্ষক দিবস পালন

তনুময় দেবনাথ, দিনহাটাঃ 

বর্তমানে অতিমারি করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ৫ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দিনহাটা মহকুমা মহকুমার বিভিন্ন সার্কেলে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রথিতযশা দার্শনিক অধ্যাপক বিশ্বের মহান শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৩ তম শুভ জন্ম দিবস উপলক্ষে “শিক্ষক দিবস” উদযাপিত হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকাদের সম্মাননা জানানো হয়।


এই শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সার্কেলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক বরুণ মজুমদার, অনন্ত রায়, নিখিল রায়, রনজ শর্মা, সুজন বর্মন, সহ শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক পল্লব সাহা মহাশয়।


প্রসঙ্গত এবছর করোনা আবহে দিনহাটা মহকুমায় প্রতিবছরের মতো “শিক্ষক দিবস” পালনের সরকারী কোন অনুষ্ঠান ছিল না।