অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে রাজ্যের ১২০০ শিক্ষামিত্র,স্মারকলিপি দিলেন বিধায়ককে 




অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে রাজ্যের ১২০০ শিক্ষামিত্র, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করতে দেয়নি পুলিশ, অবশেষে দ্বারস্থ বিধায়কের । আজ দিনহাটার শিক্ষামিত্র বা এডুকেশন ভলেন্টিয়ার শিক্ষক যাদের ২০০৫ সালে সর্বশিক্ষা মিশন জুনিয়ার হাইস্কুল / হাইস্কুলে নিয়ােগ করেন তারা একটি স্মারকলিপি দেন বিধায়ক উদয়ন গুহকে। 


শিক্ষামিত্র রামকৃষ্ণ বর্মণ জানান- "পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১২০০ শিক্ষামিত্র বা এড়কেশন ভলেন্টিয়ার শিক্ষক আছি। আমাদের বেতন ২৪০০/- টাকা। কোলকাতা বিকাশ ভবনের ষ্টেট প্রােজেক্ট ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট প্রােজেক্ট অফিসারের মাধ্যমে আমাদের বেতন দেন। ২০১৪ সালে এপ্রিল মাসে বিনা নােটিফিকেশনে আমাদের বেতন বন্ধ করে দেন। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয়া মুখ্যময়ী সঙ্গে অনেক বার দেখা করার চেষ্টা করি কিন্তু পুলিশ প্রশাসন আমাদের দেখা করতে দেননি।"  আরও পড়ুনঃ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য মাস্ক, জারি বিজ্ঞপ্তি

তিনি আরও জানান- “দিদি কে বললা" তে ও আমাদের বেতনের সমস্যা জানিয়েছি। দপ্তরের আধিকারিকরা বলেছেন আপনাদের সমস্যার সমাধান করবাে। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান পাইনি। আমরা নিয়মিত ভাবে এখনাে শিক্ষকতার কাজে যুক্ত আছি।" আরও পড়ুনঃ আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

বিকাশ ভবনের ষ্টেট প্রােজেক্ট ডাইরেক্টর বেতন না দেওয়ার কারনে ১২০০ পরিবার এখন অনহারে ও অর্ধাহারে দিন কাটাচ্ছে তাই আজ বাবলু রায়, বর্নালি সরকার, বক্কর সরকার প্রমূখরা স্মারকলিপিতে বিধায়কের কাছে আর্জি জানান- "আমাদের একটু বাঁচার সুযােগ দিন। আমাদের বেতনের সমস্যা দ্রুত সমাধান করলে আমরা আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।"