কবে খুলছে স্কুল? জেনে নিন কেন্দ্রের পরিকল্পনা 

করোনা আবহের জেরে মার্চ মাসের শেষের দিকে বন্ধ হয়ে যায় দেশের সমস্ত স্কুল কলেজ। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা চিন্তা করেই আনলকের তৃতীয় পর্যায় চললেও এখনও স্কুল- কলেজ খোলার পক্ষে সায় দেয়নি কেন্দ্র কিংবা রাজ্যও। তবে ধাপে ধাপে স্কুল কলেজ খোলার পথে হাঁটতে চাইছে কেন্দ্র। জানা যাচ্ছে ১লা সেপ্টেম্বর থেকে১৪ই নভেম্বরের মধ্যে ধাপে ধাপে স্কুল কলেজ গুলো খোলা হতে পারে। এব্যাপারে একটি পরিকল্পনাও তৈরি করেছে কেন্দ্র। আরও পড়ুনঃ  কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?





১লা সেপ্টেম্বর থেকে সারা দেশে আরম্ভ হচ্ছে আনলকের চুড়ান্ত পর্যায়। আনলকের চুড়ান্ত পর্যায়ে স্কুল কলেজ খোলার বিষয়ে কেন্দ্র ছাড় দিলেও রাজ্যের ওপর নির্ভর করবে স্কুল কলেজ খোলা নিয়ে পুরো বিষয়টা। এ ব্যাপারে ইস্যু করা হবে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)। তারপর বার হবে জুলাইয়ের শুরুতে স্কুল শিক্ষা বিভাগের করা একটি চটজলদি সমীক্ষা রিপোর্ট। যদিও সমীক্ষা থেকে স্পষ্ট যে, এখনই স্কুল কলেজ না খোলার পক্ষেই রায় দিয়েছে অভিভাবক অভিভাবিকারা। কিন্তু অন্যদিকে রাজ্যের বক্তব্য এর জেরে সমাজের এক শ্রেণির মানুষের সন্তানেরা শিক্ষা ক্ষেত্রে বেশ ক্ষতিগ্রস্ত। 


কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রক যে প্রস্তাব দিয়েছে- 
  • ধাপে ধাপে চালু করে দেওয়া হোক স্কুল কলেজ। 
  • ১ সেপ্টেম্বর থেকে প্রথম ১৫ দিন দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসুক।
  • আলাদা আলাদা সেকশন ক্লাস করুক আলাদা আলাদা দিনে। অর্থাৎ দশম শ্রেণিতে এ, বি, সি, ডি চারটি সেকশন থাকলে এ ও সি নির্দিষ্ট কয়েকটি দিনে আর বাকি দিনগুলিতে বি ও ডি। 
  • স্কুল ২-৩ ঘণ্টার বেশি হবে না।
  • সব স্কুল চলবে বিভিন্ন শিফটে- সকাল ৮টা থেকে বেলা ১১টা আবার বেলা ১২টা থেকে দুপুর ৩টে।
  • মাঝে স্যানিটাইজেশনের জন্য এক ঘণ্টা বিরতি। 
  • সব মিলিয়ে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের ৩৩ শতাংশই একদিনে স্কুলে আসবেন।
  • যদিও প্রাথমিক বা তারও নীচের স্তরের পড়ুয়াদের জন্য এখনই স্কুল খুলতে মত নেই। 
  • দশম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হওয়ার পর শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির কয়েক ঘণ্টার জন্য ক্লাস।