২০২০ সালের জাতীয় ক্রীড়াসম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করলো ক্রীড়ামন্ত্রক 

national sports award


SANGBAD EKALAVYA:

আগামী ২৯  আগস্ট জাতীয় ক্রীড়াদিবসে  "জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২০" প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের জেরে এবছরের পুরস্কার প্রাপকরা রাষ্ট্রপতির হাত থেকে নিজেদের সম্মান গ্রহণ করতে পারবেন না, এবছরের অনুষ্ঠান হবে অনলাইনে। শুক্রবার ক্রীড়া সম্মান প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। রাজীব গান্ধী খেলরত্ন, অর্জুন পুরস্কারের পাশাপাশি দ্রোনাচার্য পুরস্কার (কোচদের জন্য), তেনজিং নোরগে ন্যাসানাল অ্যাডভেঞ্চার এওয়ার্ড ২০১৯, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এবং রাষ্ট্রীয় খেল প্রোত্‍সাহন পুরস্কার। দেখে নিন প্রাপকদের তালিকাঃ 


রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারঃ এবছর ৫ জন ক্রীড়াবিদ পাচ্ছেন সর্বোচ্চ ক্রীড়া সম্মান। রোহিত শর্মা (ক্রিকেট), মারিয়াপ্পান থাঙ্গাভেলু (প্যারা-অ্যাথলেটিক্স), মনিকা বাত্রা (টেবল টেনিস), ভিনেশ ফোগত (কুস্তি) এবং রানি রামপাল (হকি)।



দ্রোণাচার্য পুরস্কারঃ

লাইফটাইম ক্যাটেগরিঃ ধর্মেন্দ্র তিওয়ারি (তিরন্দাজি), পুরুষোত্তম রাই (অ্যাথলেটিক্স), শিব সিং (বক্সিং), রমেশ পাঠানিয়া (হকি), কৃষাণ কুমার হুডা (কবাডি), বিজয় ভালচন্দ্র মুনিশ্বর (প্যারা-পাওয়ারলিফটিং), নরেশ কুমার (টেনিস), ওম প্রকাশ দাহিয়া (কুস্তি)। 

রেগুলার ক্যাটেগরিঃ জুড ফেলিক্স সেবাস্তিয়ান (হকি), যোগেশ মালবিয়া (মাল্লাখাম্ব), যশপাল রানা (শুটিং), কুলদীপ কুমার হান্ডু (উশু) এবং গৌরব খান্না (প্যারা-ব্যাডমিন্টন)। 


অর্জুন পুরস্কারঃ মোট ২৭ জন ক্রীড়াবিদ এবছরের অর্জুন পুরস্কার পাচ্ছেন। এঁরা হলেনঃ অতনু দাস (তিরন্দাজি), দ্যুতি চাঁদ (অ্যাথেলেটিক্স), সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি (ব্যাডমিন্টন), চিরাগ চন্দ্রশেখর শেট্টি (ব্যাডমিন্টন), ভিনেশ ভৃগুবংশী (বাস্কেটবল), মনীশ কৌশিক (বক্সিং), লোভলিনা বর্গহেইন (বক্সিং), ইশান্ত শর্মা (ক্রিকেট), দীপ্তি শর্মা (ক্রিকেট), সাওয়ান্ত অজয় অনন্ত (ইকুয়েস্ট্রিয়ান), সন্দেশ ঝিঙ্গান (ফুটবল), অদিতি অশোক (গলফ), আকাশদীপ সিং (হকি), দীপিকা (হকি), শ্রী দীপক (কবাডি), সারিকা সুধাকর (খো খো), দাত্তু ভোকানল (রোয়িং), মনু ভাকের (শুটিং), সৌরভ চৌধুরি (শুটিং), মধুরিকা সুহাস পাটকর (টেবল টেনিস), দিবিজ শরণ (টেনিস), শিবা কেশবন (উইন্টার স্পোর্টস), দিব্যা কাকরন (কুস্তি), রাহুল আওয়ারে (কুস্তি), সুয়াস নারায়ণ যাদব (প্যারা-সুইমিং), সন্দীপ (প্যারা-অ্যাথলেটিক্স), মনীশ নারওয়াল (প্যারা-শুটিং)। 


ধ্যানচাঁদ পুরস্কারঃ শ্রী কুলদীপ সিং ভুল্লার (অ্যাথলেটিক্স), মিঃ জিঙ্কি ফিলিপ্স (অ্যাথলেটিক্স), শ্রী প্রদীপ শ্রীকৃষ্ণ গান্ধে (ব্যাডমিন্টন), মিঃ ত্রুপ্তি মুরগান্ডে (ব্যাডমিন্টন), মিঃ এন উষা (বক্সিং), শ্রী লাখ সিং (বক্সিং), শ্রী সুখবিন্দর সিং সান্ধু (ফুটবল), শ্রী অজিত সিং (হকি), শ্রী মনপ্রীত সিং (কবাডি), শ্রী জে. রঞ্জিত কুমার, (প্যারা-অ্যাথলেটিক্স), শ্রী সত্যপ্রকাশ তিওয়ারি (প্যারা-ব্যাডমিন্টন), শ্রী মনজিৎ সিং (রোয়িং), প্রয়াত শ্রী সচিন নাগ (সাঁতার), শ্রী নন্দন পি বাল (টেনিস), শ্রী নেতারপাল হুডা (রেসলিং)।