Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা রোগীর পরিস্থিতি এখন জানা যাবে ওয়েবসাইটে!


করোনা রোগীর পরিস্থিতি এখন জানা যাবে ওয়েবসাইটে! 


দিন দিন করোনা সংক্রমণের জেরে বেড়েই চলছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে রোগীর আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। করোনা রোগীর আত্মীয়রা হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখন অনলাইনেই জানতে পারবেন। এই ব্যবস্থা চালু করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিপিএমএস এর অধীনে এই পরিষেবা চালু করল রাজ্য। 



রাজ্য স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় হাসপাতালগুলিকে রোগী ভর্তি নেওয়ার সময়ে ও পরবর্তিতে বেশ কিছু নিয়ম মেনে চলার কথা জানিয়েছে। করোনা রোগী ভর্তি হলে অনলাইনে নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। রোগীর আত্মীয় বা অভিভাবকের নাম, মোবাইল নম্বর ও কো-মরবিডিটি স্টেটাস নথিভু্ক্ত করা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। পাশাপাশি, রোগী কোন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তাও নথিভুক্ত করতে বলা হয়েছে। রোগীর পরীক্ষার রিপোর্ট পিডিএফ বা ছবি আকারে সাইটে দিতে হবে। এমনকি রোগীর মৃত্যু হলে তা ২-৪ ঘণ্টার মধ্যে অনলাইনে(সিপিএমএস) নথিভুক্ত করতে হবে। ছাড়া পেলেও দিতে হবে। 



এই ব্যবস্থার ফলে রাজ্যে সব করোনা রোগীর আত্মীয়রা ওই রোগী সম্পর্কিত তথ্য অনলাইনে সরাসরি জানতে পারবেন বলেই দাবি রাজ্যের। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code