বাড়ি ফিরলেন রায়না! এবারের আইপিএল (IPL) -এ দেখা যাবে না রায়নাকে 


বড়সড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। প্রথমেই চেন্নাইয়ের একজন ক্রিকেটার এবং ১১ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয় আর তারপরেই তড়িঘড়ি দেশে ফিরলেন চেন্নাই সুপার কিংসের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। এবারের আইপিএল-এ দেখা যাবে না তাঁকে। প্রতিযোগিতা শুরুর আগেই জোর ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। 


চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন সুরেশ রায়না। এবারের আইপিএল-এ তাঁকে পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তাঁর পরিবারের প্রতি চেন্নাই সুপার কিংসের পূর্ণ সমর্থন আছে।’


১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। সম্প্রতি মহেন্দ্র সিং ধোনীর সাথে সাথে সুরেশ রায়নাও জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর তাই আইপিএল-ই ছিল একমাত্র জায়গা যেখানে রায়নার খেলা উপভোগ করতো ভক্তরা। তবে, এবাড় আড় দেখা হল না।