Russia releases secret footage of 1961 'Tsar Bomba' hydrogen blast
হিরোশিমার পরমাণু বোমার থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ! ভিডিও প্রকাশ করলো রাশিয়া
জাপানের হিরোশিমা পরমাণু বোমা বিস্ফোরণের থেকেও ভয়াবহ বোমা মজুত করে রেখেছিল রাশিয়া তাঁর প্রমান পাওয়া গেলে ৬০ বছর পর। হিরোশিমার সেই বোমার থেকেও ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল রাশিয়া। ১৯৬১ সালে যে থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছিল সোভিয়েত রাশিয়া সেটি হিরোশিমার বোমা থেকে তিন হাজার গুণ বেশি শক্তিশালী ছিল।
১৯৬১ সালের অক্টোবরে প্রচলিত বিস্ফোরক হিসাবে ৫০ মিলিয়ন টন বহনকারী হাইড্রোজেন বোমা উত্তর মহাসাগরে অবস্থিত নোভায়ে জেমলিয়া দ্বীপপুঞ্জের ৪০০০ মিটার এলাকায় একটি বিস্ফোরণ ঘটানো হয়। যা এতদিন কাউকে জানতে দেয়নি রাশিয়া।
রাশিয়ার অ্যাটমিক ইন্ডাস্ট্রির ৭৫ বছর পূর্তির অংশ হিসেবে রাশিয়ার স্টেট নিউক্লিয়ার এনার্জি করপোরেশন রসঅ্যাটম সর্ব প্রথম ৪০ মনিটের একটি ডকুমেন্ট্রি প্রকাশ করে গত ২১শে আগস্ট। ফুটেজে, অপরিসীম ফায়ারবল এবং আকাশে ৬০ কিলোমিটার উঁচু ব্যাঙের ছাতার মতো মেঘ দেখা যায় সেই বিস্ফোরণে। গ্রাউন্ডে এবং দুটি সোভিয়েত বিমানের ক্যামেরার দ্বারা কয়েকটি চিত্র নেওয়া হয়।
২৬ ফুট লম্বা এবং ২৭ টন ওজনের সেই বোমা পরীক্ষাগার থেকে প্রথমে ট্রেনে করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তার পর সেটিকে অতি সাবধানে প্লেনে তোলা হয়।
১৯৫৬ এবং ১৯৬১ সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্রের লড়াইয়ে জড়িত হিসাবে বোমার রাজা জার বোম্বা হিরোশিমার সমতুল্য অস্ত্র হিসাবে ৩,৩০০ বার ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছিল।
দেখুন সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊