কংগ্রেসের সভানেত্রীর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ সনিয়ার, তবে কে হচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব


এবার পরিবর্তন চাই কংগ্রেসের শীর্ষস্তরের। চাই সক্রিয় নেতা। আর তাই সরে দাড়াবেন সভানেত্রী সনিয়া গান্ধী। এমনই আভাস মিলছে এ পর্যন্ত। আজ ওয়ার্কিং কমিটির বৈঠক আর সেখানেই হয়ে যাবে সিদ্ধান্ত, কোন পথ বেছে নেবেন কংগ্রেস। সূত্রের খবর, সরে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং সনিয়া গান্ধী আর শীর্ষনেতৃত্ব হিসেবে কংগ্রেসের শীর্ষে রাহুল গান্ধীকে দেখতে চান দলের একাংশ। যদিও, একাংশ গান্ধী পরিবারের বাইরের সক্রিয় কাউকে শীর্ষে চাইছেন বলেও খবর। 





পাঁচজন মুখ‍্যমন্ত্রী সহ শশী তারুর, মণীশ তিওয়ারির মতো ২৩জন সিনিয়র কংগ্রেস নেতা সনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দলের আমুল পরিবর্তন করার পক্ষে সওয়াল করেছেন। জানা যাচ্ছে, চিঠিতে বলা হয়েছে দলের পরিস্থিতি ভালোভাবে খতিয়ে দেখা উচিত। দলের অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে এবং দল ক্রমাগত পতনের দিকে চলেছে বলেও দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, দলের ওপর তরুণদের আস্থা কমছে ও যৌথ নেতৃত্বে জোর দিতে হবে। এই চিঠির পরেই সরে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন সনিয়া।