দিনহাটা কলেজে ভর্তি ফি এর ৫০ শতাংশ ছাড়ের আবেদন নিয়ে ডেপুটেশন SFI এর 


ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা কলেজ ইউনিটের পক্ষ থেকে আজ দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ভর্তি ফি এর ৫০ শতাংশ ছাড়ের আবেদন নিয়ে ডেপুটেশন দেয়।

সংগঠনের বক্তব্য- "বর্তমান সময়কালে এই লকডাউন এবং covid -19  পরিস্থিতিতে মানুষ যখন কাজ হারিয়েছে তখন সেই মুহূর্তে যেহেতু নতুন শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের ফর্মফিলাপ শুরু হয়ে গেছে তাই আগামী কিছুদিনের মধ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ভর্তি প্রক্রিয়ায় সমস্ত ছাত্র ছাত্রীর কাছ থেকে ভর্তি ফি এর ৫০ শতাংশ ছাড়ের আবেদন নিয়েই আজকের এই ডেপুটেশন।


ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা কলেজ ইউনিটের সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারী জানায়- "আজকের এই ডেপুটেশন কপি নেওয়ার পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশ্বাস দেন যে আগামী মঙ্গলবার ২৬ শে আগস্ট কলেজে ভর্তি  ফির  ব্যাপারে মিটিং আছে এবং উনি আশ্বাস দেন যে নতুন শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের জন্য ভর্তি ফি কমানো হবে।" 

ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা কলেজ ইউনিটের সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারী এবং সভাপতি সঞ্জীব কর্মকার, কলেজ ইউনিটের সদস্য আকাশ সাহা প্রমুখ।