স্কুল বন্ধ ডিসেম্বর পর্যন্ত: ঘোষণা কেন্দ্রীয় সরকারের ! জেনে নিন বিস্তারিত
করোনা সংক্রমণের জেরে গত ১৬ মার্চ থেকে বন্ধ হয়ে আছে সমস্ত স্কুল-কলেজ। দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। বর্তমানে আনলক-৩ অবস্থায় বিধিনিষেধে কিছুটা শিথিলতা আসলেও স্কুল-কলেজ এখনই খুলছে না। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগস্টের পরিস্থিতি বিচার করে আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার চিন্তাভাবনা করলেও যে হারে সংক্ৰমণ বাড়ছে তাতে কতটা সম্ভব হবে বলা মুশকিল।আরও পড়ুনঃ আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় স্কুল খোলা নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণা বিষয়ক কিছু তথ্য ভাইরাল হয়েছে। তাতে বলা হয়েছে করোনার জেরে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলি। দেখে নিন এরকম কিছু ভুয়ো ট্যুইট:
Schools will remain closed until December – Central Government https://t.co/lZrTe7hMkr
— GNS ONLINE.COM (@GnsOnline) August 12, 2020
Schools will remain closed until December - Central Governmenthttps://t.co/RS3R3KAXO9
— Prof. Bholanath Dutta 🇮🇳 , Ex-Indian Air Force (@BholanathDutta) August 13, 2020
যদিও এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। স্কুল-কলেজ খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকার এরকম কোনো নির্দেশিকা দেয়নি। বিষয়টি এখনও পর্যবেক্ষনে রয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) ট্যুইট করে জানিয়েছে স্কুল খোলার বিষয়ে এইসব খবরের কোনো সত্যতা নেই, কেন্দ্রীয় সরকার এরকম কোনো নির্দেশ দেয়নি।
A news agency has reported that the Central Government has decided to not re-open schools until December.#PIBFactCheck: Government has not made any such decision.#FakeNews pic.twitter.com/az7JDcOmWn
— PIB Fact Check (@PIBFactCheck) August 13, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊