মানুষের পাশে সম্পর্ক লায়ন্স ক্লাব



Pritam Bhattacharjee, Krishnanagar: 

ঈদের সকালে কিছু অসহায় মানুষের পাশে থেকে সম্পর্ক লায়ন্স ক্লাব আজ ঝাউতলা, পোড়াগাছা তে 50 জন শিশু দের মাস্ক, ডেন্টাল কিট , খাতা ও পেন বিতরণ করলো । 

ক্লাব প্রেসিডেন্ট রুদ্রনাথ চ্যাটার্জী জানালেন যে ওনারা শুধু বড়দের নয়, ছোটদের মধ্যেও মাস্ক পড়ার সচেতনতা নিয়ে ঘন ঘন প্রোগ্রাম করেন।

এরপর 100 জন দুস্থ বয়স্ক মানুষের মধ্যে খাবার, মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে ।

প্রেসিডেন্ট আর জানান যে ওনারা প্রতি সপ্তাহেই মাস্ক , স্যানিটাইজার ও সাবান বিতরণের কর্মসূচি করবেন । শিশুরা মাস্ক, খাতা পেয়ে খুব খুশী।