কামাখ্যাগুড়িতে পথ দুর্ঘটনা, এলাকা জুড়ে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ 

আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ঘোরামারা চৌপথি সংলগ্ন এলাকায় পথ দূর্ঘটনা। বুধবার দুপুরে রাস্তার ওপর একটি লরি পিছন থেকে এসে ধাক্কা মারে মারুতি ভ্যানে। ভ্যানটির পেছনের জানালার কাঁচও ভেঙে যায়। ভ্যানটিতে ছিলেন এক গর্ভবতী মহিলা। তাঁর সামান্য চোটও লাগে বলে জানা যায়।


দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। লরি চালকের ওপর চড়াও হন এলাকার মানুষ। পরে কামাখ্যাগুড়ি পুলিশ আউট পোস্ট থেকে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। ওই মহিলা সুস্থ আছেন বলে জানা যায়।

পুলিশ গাড়ি আটক করেছে।