এক দিবসীয় চক্ষু পরীক্ষা শিবির 
কাজল দে, সংবাদ একলব্য

করোনা আবহের মধ্যে সমস্ত স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির ইতিমধ্যে বন্ধ রয়েছে সর্বত্র। এই পরিস্থিতির মধ্যে বোরাগাড়ি young স্টাফ এর পক্ষ থেকে ও রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আজ এক দিবশীয় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।  


এই করোনা মহামারীর মধ্য গরীব অসহায় মানুষদের হাসপাতাল যেতে অসুবিধা হচ্ছে তাদের কথা ভেবেই বুধবার এই চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। 


এদিন ৭০ জনের মত রোগীর চক্ষু পরীক্ষা হয়েছে এবং সব মিলিয়ে 100 জন এর মত চক্ষু পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।