Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৮ কোটি PAN CARD বাতিলের পথে!




১৮ কোটি PAN CARD বাতিলের পথে? 

বাতিলের পথে ১৮ কোটি প্যান কার্ড। আয়কর দফতরের সূত্রকে উদ্ধৃত করে এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে আগামী ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে সংযুক্ত না করা হলে বাতিল হয়ে যেতে পারে প্রায় ১৮ কোটি প্যান কার্ড। 



অনেকেই নিজের আখের গোছাতে একাধিক প্যান কার্ড ব্যবহার করে। অনেকে আয়কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা ফাঁকি দেয় আধার-প্যান সংযুক্তিকরণ হলে এই কার্যকলাপ সম্ভব হবে না। 



এক আইটি আধিকারিক জানান, এটা দুঃখের বিষয় ১৩০ কোটির দেশে মাত্র ১.৫ কোটি মানুষ আয়কর জমা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি সেই কথা উল্লেখও করেছেন। করদাতাদের সংখ্যা অবিলম্বে বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ওই কর্তা।আরও পড়ুনঃ নির্বাচন কমিশন জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম




সরকারি পরিসংখ্যান বলছে, দেশে প্রায় ৫১ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে তবে, জুনের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬.৫ কোটি মানুষ আয়কর রিটার্ন দাখিল করেন। তার মধ্যে ১.৫ কোটি কর দেন।



সূত্রের খবর, আগামী ৩১ মার্চের মধ্যে আধার সংযুক্তিকরণ না হলে প্রায় ১৮ কোটি প্য়ান কার্ডের বৈধতা ওপর প্রশ্নচিহ্ন উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code