Latest News

6/recent/ticker-posts

Ad Code

চতুর্থ দফার পঞ্চম দিনের লক ডাউনে শহর জুড়ে চলছে নাকা চেকিং, বিধি ভঙ্গের কারনে আটক একাধিক




চতুর্থ দফার পঞ্চম দিনের লক ডাউনে শহর জুড়ে চলছে নাকা চেকিং, বিধি ভঙ্গের কারনে আটক একাধিক


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

আজ রাজ্য সরকারের চতুর্থ দফার পঞ্চম দিনের পূর্ণ লকডাউন। পঞ্চম দিনের লক ডাউনে সকাল থেকেই শহর জুড়ে চলছে পুলিশের নাকাচেকিং। 


শহরের একাধিক জায়গায় চলছে পুলিশের টহলদারি। বিধি ভঙ্গের কারনে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। 


কলকাতা থেকে জেলা সর্বত্রই দেখা গেল পুলিশের তৎপরতা। শহরের একাধিক জায়গায় চলছে নাকাচেকিং। গাড়ি আটকে চলছে জিজ্ঞাসাবাদ। বিধি ভঙ্গের কারনে সকাল থেকে শুরু হয়েছে আটক। কেউ বিনা প্রয়োজনে রাস্তায় বের হলে ফেরত পাঠানো হচ্ছে বাড়িতে। 


বিশেষ কারণে যারা বাইরে বের হচ্ছে, তাঁদের থেকে যথাযথ কারণ জেনে, নথি নিয়ে জরুরী মনে হলে তবেই তাদেরকে ছাড়া হচ্ছে। আর তারই মধ্যে সাতসকালে লকডাউনে এ বিধি ভঙ্গ করার কারণেই একজন স্কুটি চালককে আটকায় বর্ধমান থানার পুলিশ। তারই পাশপাশি প্রসঙ্গত আনলক ওয়ানের পর করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তারই মধ্যে আচমকাই বাড়তে শুরু করে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্য়া। অধিকাংশ ক্ষেত্রে যার জেরে অজান্তেই রোগী করোনা বহন করে নিয়ে গিয়েছে। অনেক পরে জানা গিয়েছে সে করোনা আক্রান্ত। আবার অনেকক্ষেত্রে উপসর্গবিহীন হওয়ায় না জানতে পেরে মারা গিয়েছে করোনা রোগী। মৃত্য়ুর পরে করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই যে হারে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্য়া বাড়ছিল, তাই এবার এই আশঙ্কাজনক পরিস্থিতি সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রাজ্যে অগাস্ট মাসে লকডাউনের তালিকা জানিয়ে দিয়েছে। 


উল্লেখ্য, অগাস্ট মাসের লকডাউনের তারিখ গুলি হল-৫ অগাস্ট-৮ অগাস্ট২০-২১ এবং ২৭ ও ৩১ অগাস্ট-সোমবার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code