গণেশ চতুর্থীতে মাতল দিনহাটাবাসী
তনুময় দেবনাথ, দিনহাটাঃ
করোনা ভাইরাস অতিমারীর জেরে আতঙ্কিত গোটা বিশ্ব। এরই মধ্যে আজ শনিবার গণেশ পুজো, দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে গণেশ পুজো।
এদিন কোচবিহার জেলার দিনহাটা পুরসভা এলাকার ঝুরিপাড়া ১৫ নং ওয়ার্ডে “আমরা কজনের” উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়। ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখতে ও মাক্স পরার আবেদন করা হয়েছে। পুজোর পাশাপাশি চলে প্রসাদ বিতরণও।
উদ্যোগতাদের থেকে জানা যায় তাদের পূজা হয় সকলেই সরকারি স্বাস্থ্য বিধি মেনে পূজায় উপস্থিত ছিলেন ও পূজার আরতি, অঞ্জলি ও প্রসাদ বিতরণ সব কিছুই স্বাস্থ্য বিধি মেনে করা হয়েছে। সকলেরই একটাই প্রার্থনা খুব তাড়াতাড়ি এই করোনার করাল থাবা থেকে সকলকে মুক্ত করুক সিদ্ধিদাতা গণেশ।
এছাড়াও এদিন দিনহাটার চওড়াহাট বাজারের একাধিক ব্যবসায়ী কমিটি গণেশ পুজোর আয়োজন করে। পাশাপাশি দিনহাটা বড় শিব মন্দিরেও গণেশ পুজা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊