Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায় মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে Linings Foundation NGO


অসহায় মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে  Linings Foundation NGO


কোভিড থেকে আম্ফান, পৃথিবী যেন আজ দিশাহারা। বহু শ্রমিক, কর্মচারী আজ কর্মহীন। বেকারত্ব বেড়ে গেছে হু হু করে। সমাজে বহু মানুষ দুস্থ থেকে দুস্থতর হয়েছে। দৈনন্দিন দিন যাপনের ন্যূনতম জিনিস গুলির অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় অসহায় মানুষ গুলোর সাহায্যের জন্য এগিয়ে এসেছে বহু এনজিও। তাদের মধ্যে Linings Foundation NGO একটি অন্যতম প্রতিষ্ঠান।


এই সংস্থার চেয়ারম্যান শ্রী নির্মাল্য গাঙ্গুলি বলেছেন ‘সমাজের দুর্বলতর জন গোষ্ঠীর প্রাথমিক শিক্ষা,
অন্ন, বস্ত্রের প্রয়োজন মেটাতে এবং দিন যাপনের সাধারন প্রয়োজন গুলি মেটাতে আমাদের প্রয়াস চলতেই থাকবে।আমদের এই প্রয়াসে যার যা সামর্থ্য তাই নিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারেন। সবাই মিলে এই সুন্দর প্রয়াস টিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা।যারা পাশে দাঁড়াতে চান আমাদের ওয়েবসাইট টি তে একবার ঘুরে আসুন। Website link – https://liningsfoundation.co.in/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code