UNLOCK 4: চালু হতে পারে ট্রেন, মেট্রো- রেল বোর্ডকে সম্মতি জানিয়ে চিঠি আলাপনের 


করোনা সংক্রমণের জেরে লক ডাউন জারি হওয়ার পর থেকেই বন্ধ লোকাল ট্রেন ও মেট্রোরেল। একে একে আনলকের চতুর্থ পর্যায়ে কেন্দ্রের তরফে একাধিক বিষয়ে ছাড় দিলেও ছাড় মেলেনি রেল পরিষেবায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল পরিষেবা চালু করা নিয়ে সম্মতি আগেই দিয়েছে এবার অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডকে চিঠি দিয়ে রেল পরিষেবা আরম্ভ করার বিষয়ে সম্মতি জানিয়েছেন। 


গতকাল অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠি লিখে মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা চালু করলে রাজ্যের অসুবিধে নেই বলেই জানিয়েছেন বলে খবর। করোনা আবহে রেল চালু হলেও বিধি নিষেধ, যাত্রী সংখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষ সিদ্ধান্ত নিতে হবে বলেই চিঠিতে জানিয়েছেন তিনি। লোকাল ট্রেন ও মেট্রো চালানোর সম্মতি দিলে রাজ্য সরকারকে চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ও রেল বোর্ডকে জানাতে হবে, এরপর রেল বোর্ড অর্থ মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


জানা গেছে, রেল বোর্ড আগেই প্রত্যেকটি জোনকে জানিয়ে দিয়েছে রেল চালানোর পরিকল্পনা হতেই রাজ্যের সাথে আলোচনা করতে আর সেই মতোই বিভিন্ন ডিভিশন কাল আলাদা আলাদা করে বৈঠক হয়েছে বলে খবর।