Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারী বিধি মেনে বিদ্রোহী কবির প্রয়ান দিবস পালন


সরকারী বিধি মেনে বিদ্রোহী কবির প্রয়ান দিবস পালন


আজ ২৯ শে আগষ্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম প্রয়ান দিবস পালন হলো সুজন বাসরের উদ্যোগে কৃষ্ণনগর গ্রেস কটেজে। অতিমারীর প্রকোপে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান ও মানুষের সমাগমকে বাদ রেখেই হলো এই প্রয়ান দিবস পালন।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন বাসরের সদস্যদের মধ্যে প্রধান উদ্যোগে সঞ্জয় রাহা, সঙ্গে আছেন রতন নাথ, কমল মন্ডল, শুভব্রত মৈত্র, বাঁকাদা, নুরাঙ্গিস খাতুন, মিতা দে, তাপস মোদক ও প্রীতম ভট্টাচার্য। কবির মূর্তি ও গ্রেস কটেজ পরিষ্কার করে , মূর্তিতে মাল্যদান,কবিতা পাঠ,গান দিয়ে এই কক্ষে একটি ছোট মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সদস্যরা প্রত্যেকেই মুখে মাস্ক পরে ও দূরত্ব বজায় রেখে এই প্রভাতী প্রয়ান দিবসে কবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code