![]() |
ছবি - এএনআই |
নিট (NEET)-জেইই (JEE) নিয়ে জুয়া, ১০টি মোবাইল ফোনসহ ৩৮ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার ৭
সারা দেশ জুড়ে বিতর্কিত পরিস্থিতি নিট- জেইই পরীক্ষা নিয়ে। সুপ্রিম কোর্টের রায়ের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে চলেছে পরীক্ষা, অন্যদিকে বিরোধীরাও নেমেছে পথে পরীক্ষা স্থগিতের দাবি নিয়ে। আর তা একেবারে পৌঁছে গিয়েছে জুয়ার আসরেও।
সেপ্টেম্বরে নিট- জেইই পরীক্ষা হবে কিনা তা নিয়ে কানপুরে চলছিল জুয়া। কিন্তু সেই জুয়ার আসরে থাবা বসায় পুলিশ। জানা গেছে ৩৮.৫ লক্ষ টাকা ও ১০টি মোবাইল ফোন সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাংবাদিক বৈঠকে কানপুরের পুলিশ সুপার (দক্ষিণ) দীপক ভুকের জানিয়েছেন, ‘শুক্রবার আমরা জুয়ার চক্রে হানা দিয়ে সাতজনকে গ্রেফতার করেছি। আমরা ৩৮.২৫ লক্ষ টাকা, ১০টি মোবাইল ফোন এবং একটি রেজিস্টার উদ্ধার করেছি।' তিনি আরও জানিয়েছে যে, এই চক্রের পাণ্ডা পালিয়ে যেতে পেরেছে। নিট ও জেইই হবে কি না, সে বিষয়েই জুয়া খেলা হচ্ছিল। শেয়ার বাজার খোলা ও বন্ধ হওয়ার সময় শেষ দু’টি সংখ্যা নিয়ে বাজি ধরা হচ্ছিল।
তিনি আরও জানিয়েছেন, 'এই চক্রের পাণ্ডা সন্তোষ সোনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুয়াচক্র চালাচ্ছিল। গত চার বছর ধরেই চলছিল এই জুয়া। তদন্ত শুরু হয়েছে। আমরা কল ডিটেইলস খতিয়ে দেখছি।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊