২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের করোনা আক্রান্তের হদিস ধুপগুড়িতে 


কাজল দে, সংবাদ একলব্যঃ একদিন আগেই একজন করোনা পজিটিভ ধরা পড়েছিলো ধূপগুড়ি পৌর এলাকায়। ধূপগুড়িতে ফের নতুন করে করোনায় আক্রান্ত তিনজন। যার মধ্যে একজন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী, ধুপগুড়ির বাসিন্দা। অপর দু'জনেই একজন নাথুয়াহাট এলাকার বাসিন্দা এবং অন্যজন এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি কর্মসূত্রে কলকাতায় থাকতেন এর পরেই তিনি বাড়িতে আসেন। বাড়িতে থাকাকালীন তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়তেই পৌর কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তির বাড়ি গেলে সেই জায়গাটি স্যানিটাইজ  করার পাশাপাশি বাঁশ দিয়ে এলাকাটি বেঁধে দেওয়া হয়।


করোনা পজিটিভ হওয়ার পরেও আক্রান্ত রোগী বাড়িতে পড়ে রয়েছেন। রিপোর্ট জানার পর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাকে কোভিড হাসপাতালে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী।

ধুপগুড়ি পুরো এলাকায় করোনা নিয়ে লালা রস নমুনা সংগ্রহ শুরু হতেই পজেটিভ এর সংখ্যা বাড়তে শুরু করেছে বলে আতঙ্ক বাড়ছে শহরে।