করোনা আবহে মানবিকতার নজীর গড়লেন তরুণ ক্রিকেট প্রশিক্ষক সুমিত দাস


নিজস্ব সংবাদদাতা, শচীন পালঃ  

রক্তের চাহিদা বিষয়ক ফেসবুক পোষ্ট দেখে রক্ত দিতে এগিয়ে এলেন তরুণ ক্রিকেট প্রশিক্ষক সুমিত দাস। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানী সংলগ্ন এলাকার বেলকী গ্রামের বাসিন্দা বয়স ৫৬'র কৃষ্ণা মাইতির ডায়ালিসিসের প্রয়োজনে  এ পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল।কিন্তু মেদিনীপুর ব্লাড ব্যাংকে এ পজেটিভ রক্ত মজুত ছিল না। 

রক্তের জন্য শুক্রবার দুপুরে রোগীর ছেলে শিবশঙ্কর মাইতি যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য,রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়ার সাথে। চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া ফেসবুকে এ পজেটিভ গ্রুপের রক্তের চাহিদার কথা জানিয়ে একটি পোস্ট করেন‌। সেই পোস্ট দেখে মেদিনীপুরের শহরের বাসিন্দা তথা সিএবির প্যানেল ভুক্ত ক্রিকেট প্রশিক্ষক সুমিত দাস(টুলা) সুদীপ বাবুকে জানান তিনি রক্তদানে আগ্রহী। সেই মতো শুক্রবার সন্ধ্যায় প্রাকটিস সেরে সরাসরি মেদিনীপুর ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন সুমিতবাবু। 


রক্তদান করার জন্য সুমিতবাবুকে রোগীর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছেন। ঘটনার বিবরণ সহ সুমিত বাবুর রক্তদানের ছবি সুদীপ বাবু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে বহু মানুষ যেমন অভিনন্দন জানিয়েছেন সুমিত বাবুকে, তেমনি ধন্যবাদ জানিয়েছেন সুদীপ বাবুকে। অন্যদিকে শুক্রবার বিকেলেই সমাজসেবী ফকরুদ্দিন মল্লিকের মধ্যস্থতায় এক রোগীর জরুরি প্রয়োজনে মেদিনীপুর ব্লাড ব্যাংকে  এবি পজেটিভ রক্তদান করেন যান অর্ক মিত্র প্রধান।