Latest News

6/recent/ticker-posts

Ad Code

গোপীবল্লভপুর এলাকায় সফলভাবে সম্পন্ন হল আজকের লকডাউন

গোপীবল্লভপুর এলাকায় সফলভাবে সম্পন্ন হল আজকের লকডাউন

শচীন পাল, সংবাদ একলব্যঃ রাজ্যে করোনাভাইরাস এর গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহে দুদিন পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে সেই মতো বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন। আর সকাল থেকেই জনশূন্য গোপীবল্লভপুর ১ নং ব্লকের সারিয়া ৪ নং অঞ্চলের গুরুত্বপূর্ণ আশুই বাজার এলাকা রাস্তায় যানবাহন হীন দোকানপাট বন্ধ। কোন মানুষের দেখা নেই রাস্তায় ঠিক এমনই চিত্র দেখা গেল আশুই বাজার এলাকায়।


একই সাথে নিরাপদ ভাবে লকডাউন সফল করতে গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে গোপীবল্লভপুর চেকপোষ্টে সকাল থেকেই চলছিল নাকা চেকিং।

আজকের এই  লকডাউনের প্রভাবে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড় এলাকাতেও দেখা গিয়েছে জনশূন্যতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code