করোনা সচেতনতামূলক অনুষ্ঠান অশোকনগর কল্যাণগড়ে
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্যঃ বর্তমান সময়ে করোনাতে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই দিকে সাধারণ মানুষের অজ্ঞতা ও ভয় ভীতি দূর করতে বুধবার অশোকনগর কল্যাণগড় পৌরসভা এলাকার জয় জয়ন্তী সভাগৃহে করোনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে করোনা ভাইরাসের সংক্ৰমণ, তার থেকে বাঁচার উপায়, নিরাপদ স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করা হয়। সেখানে সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ডাক্তার অভিজিৎ চৌধুরী মহাশয়ের মত ব্যক্তিত্ব। অনুষ্ঠানে ডাক্তারবাবুকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করেন মানবাধিকার কর্মী সুপ্রিয় ভৌমিক মহাশয়।
প্রসঙ্গত, মানবাধিকার কর্মী সুপ্রিয় ভৌমিককে এই বছর স্বাধীনতা দিবসে সংবর্ধনা প্রদান করেছিল অশোকনগর বৈশাখী উৎসব কমিটি। তিনি করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া মাত্র, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজে গাড়ি চালিয়ে দিবারাত্রি পরিষেবা দিয়ে যাচ্ছেন। তিনি এই মুহূর্তে অশোকনগর কল্যানগড় পৌরসভা এলাকার শুধুমাত্র নয়,সারা উত্তর চব্বিশ পরগনা জেলার গর্ব হিসাবে নিজের কর্মগুণের স্বীকৃতি পাচ্ছেন সাধারণ মানুষের থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊