মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই নানাবিধ প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প কন্যাশ্রী। ২০১৩ সালে এই প্রকল্প চালু করেন তিনি। আজ তাঁর সপ্তম বর্ষ দিবস অর্থাৎ আজ কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী প্রকল্পের আওতায় বহু কন্যা সন্তান যে উপকৃত হয়েছে তা বলাইবাহুল্য। পড়াশুনা করতে প্রয়োজনীয় খরচ জোগাড়ে ব্যর্থ পরিবার গুলি বিশেষ ভাবে উপকৃত হয়েছে।
আজ সপ্তম কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান- " আজ কন্যাশ্রী দিবস। ২০১৩ সালে শুরু হয়েছিল কন্যাশ্রী স্কিমটি। এই স্কিম রাষ্ট্রপুঞ্জে প্রথম পুরস্কারে পুরস্কৃতও হয়। এই অনন্য প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৭ লক্ষ মেয়েকে ক্ষমতা দেওয়া হয়েছে। মেয়েরা আমাদের জাতির সম্পদ, এবং আমরা তাদের জন্য গর্বিত।"
Today is #KanyashreeDibas. The #Kanyashree scheme, started in 2013, has won the @UN (first prize) award. Nearly 67 lakh girls have been empowered through this unique scheme. Girls are assets of our nation, and we are proud of them.
— Mamata Banerjee (@MamataOfficial) August 14, 2020
1 মন্তব্যসমূহ
রেজাল্ট বের হওয়ার আগেই আগামী sessionএর পোর্টাল খুলে গেলে কি HSপরীক্ষার্থীনি কন্যাশ্রীরা (যারা দ্বাদশ শ্রেণীতে একবার renewalএর 1000/- টাকা পেয়েছে) পুনরায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে k2 upgradation এর ফর্ম পূরণ করে জমা দিতে পারবে? কারো জানা থাকলে উত্তর দিন।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊