অপেক্ষার অবসান ঘটিয়ে 'জয় হিন্দ' এর মুক্তি আগামী কাল 


মুক্তির পথে প্রহর গুনছে "জয় হিন্দ"। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে এসএসআর সিনেমাস প্রাইভেট লিমিটেড ও কুইনটেলস এন্টারটেইনমেন্ট এর যৌথ ব্যানারে আগামী 15th আগস্ট শুভমুক্তি পাবে পরিচালক সৌম্যজিত আদকের নতুন ছবি "জয় হিন্দ"। 


স্বাধীনতা দিবসের জন্য স্পেশাল পরিচালকের এটি স্পেশাল ছবি। ইতিমধ্যে ছবির প্রথম লুক মুক্তি পেয়েছে। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে শ্যুটিং হয়েছে ছবিটির। আরও পড়ুনঃ  আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা


Follow this link to join our WhatsApp group: CLICK

ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় মুখার্জি ও অভিনেত্রী প্রান্তিকা দাস। ছবিতে এক ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সিঞ্জন বাসু কে। ছবির মোড়ে দেখা যাবে অভিনেতা সাহেব হালদার, প্রীতা মজুমদার ও সাবর্ণ ব্যানার্জিকে। 

প্রতিটি মানুষের জীবনে স্বাধীনতার স্বাদ কে কতটা গুরুত্বপূর্ণ, সেটি ফুটে উঠবে এই ছবিতে। ছবির সংলাপ লিখেছেন নীল নয়াজ। ছবিটি প্রযোজনা করছেন প্রযোজক সতদ্বীপ সাহা।