ট্যাক্স ব্যবস্থায় নতুন সংস্করণ- ট্যাক্সপেয়ারস চার্টার Taxpayers Charter
বৃহস্পতিবার ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সৎ সম্মান’ (Transparent Taxation - Honoring The Honest) শীর্ষক প্লাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আদায়ের পদ্ধতিতে বড়সড় সংস্কারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কর ফাঁকি না দিয়ে যারা সর্বদা সঠিক সময়ে কর জমা করে থাকেন সেই সকল ‘সৎ’ করদাতাদের সম্মান জানাতে কর জমার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু করলেন তিনি।
এদিন, প্রধানমন্ত্রী বলেন, নতুন করব্যবস্থার সুফল পাচ্ছেন দেশবাসী। ভারতের কর ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজনীয় ছিল। করোনার এই সংকটকালে ভারতে রেকর্ড সংখ্যক বিদেশি বিনিয়োগ এসেছে। তাই কর ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে প্লাটফর্ম চালু করা হল। সৎ করদাতারা দীর্ঘদিন ধরে প্রতারিত হয়েছেন। এবার তাঁদের সম্মান জানানোর সময় এসেছে বলেই জানান তিনি। তিনি মনে করেন, যাঁরা আয়করের আওতায় পড়েও আয়কর জমা করেন না তাদের এবার নিজের উদ্যোগে আয়কর জমা করার অনুরোধ করেন এবং এটাই তাঁর আশা।
ফেসলেস অ্যাপিল সার্ভিস ২৫ সেপ্টেম্বর থেকে চালু হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এর ফলে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্সের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, তা আরও দৃঢ় হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊