ফের লক ডাউনের দিন বদল রাজ্যে 

সংবাদ একলব্যঃ 


করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ বাগে আনতে পুরো অগাস্ট মাস জুড়ে সপ্তাহে দুদিন করে লক ডাউনের পথে হেঁটেছে রাজ্য। তবে, একাধিক কারণ দেখিয়ে বারে বারেই বদল হচ্ছে লক ডাউনের দিনক্ষন।  আরও পড়ুনঃ  কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?

এদিন, নবান্ন সূত্রে জানা গেছে ২৮ অগাস্ট রাজ্যে হচ্ছে না পূর্ণ লকডাউন। ২৮ অগাস্ট লকডাউন হলে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর জেরে ভোগান্তিতে পড়তে হবে সাধারন মানুষকে। সাধারন মানুষের ভোগান্তি এড়াতে ২৮শে অগাস্ট লক ডাউন তুলে নেওয়া হয়েছে। আপাতত ২০, ২১, ২৭ ও ৩১ অগাস্ট রাজ্যে পূর্ণ লকডাউন থাকবে বলে জানা গেছে।