Create your own virtual visiting cards on Google Search
বর্তমান যুগ WWW ডট কম এর যুগ। করোনার আক্রমণে তা আরও বেশি করে প্রতিপন্ন। বাড়িতে বসেই অনলাইনেই চলছে স্কুল-কলেজ-অফিস-আদালত থেকে বেঁচা-কেনা । আর এমন সময় GOOGLE ভারতে লঞ্চ করলো PEOPLE CARDS. যেখানে একদম FREE তে আপনিও বিশ্বজনিন পরিচিতি পত্র বানিয়ে ফেলতে পারবেন। আরও পড়ুনঃ কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?
Google-এর প্রোডাক্ট ম্যানেজার লরেন কার্ক জানান, ভারতে আগেই পিপল কার্ডের পরীক্ষা হয়েছিল। মঙ্গলবার তা লঞ্চ করা হল। স্মার্টফোন ইউজাররা এই পিপল কার্ডস তৈরি করতে পারবেন। সেখানে ফোন নম্বর, ইমেল আইডি, ওয়েবসাইটের ঠিকানা, বাড়ির ঠিকানা-সহ যাবতীয় তথ্য দিতে পারবেন। এরপর গুগল সার্জ ইঞ্জিনে গিয়ে কেউ আপনার নাম সার্চ করলেই ওই পিপল কার্ড সমস্ত তথ্য শেয়ার করবে।
যে যে সুবিধা রয়েছে এই কার্ডে-
- ইচ্ছেমতো পিপল কার্ডস এডিট করতে পারেন।
- একজন একটি মাত্রই পিপল কার্ডস রাখতে পারবেন। গুগল তা সেভ করে নেবে।
- ডুব্লিকেট বানাতে চাইলে তা সম্ভব নয়।
- ফোন নম্বর ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস সবই গুগলের তরফে যাচাই করে দেখা হবে।
এই ভার্চুয়াল ভিজিটিং কার্ড তৈরি করুন এভাবেঃ
- নিজের গুগল অ্যাকাউন্টের সাহায্যে এই পিপল কার্ডস তৈরি করা খুবই সহজ। প্রথমেই সাইন ইন করে নিন নিজের মোবাইলে।
- এরপর গুগল সার্চে গিয়ে নিজের নাম সার্চ করতে পারেন বা টাইপ করতে পারেন 'Add me to Search'।
- তারপর যে রেজাল্ট আসবে, তা ফলো করেই নিজেকে গুগল সার্চে আনতে পিপল কার্ডস বানাতে পারবেন আপনি।
- কার্ড তৈরির পর ছবি (অপশনাল) বেছে নিন, ডেসক্রিপশন লিখুন, ওয়েবসাইটের লিংক এবং সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে পারেন। এছাড়াও ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া যাবে।
🆕 Introducing the people card on Google Search.
— Google India (@GoogleIndia) August 11, 2020
Showcase your business, passion or portfolio when people search for you on Google.
Get started ➡️ https://t.co/CAm3mRiCgM pic.twitter.com/wPx6GIUdWz
1 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊