ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উদযাপন 

নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ 

ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস ১২ আগষ্ট (১৯৩৬)। শিক্ষা - সংগ্রাম - আত্মা ত্যাগের - ঐতিহ্যের ৮৫ তম প্রতিষ্ঠা দিবস গোটা ভারতের সাথে সাথে দিনহাটা মহকুমার জুড়ে। 


করোনা স্বাস্থ্য বিধি মেনে SFI দিনহাটা আঞ্চলিক কমিটির পক্ষ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে সংগঠনের পতাকা উওোলন ও শহীদের আত্মবলিদান স্মরণ করে শহীদ বেদীতে মাল্যদান করা হয়। 


পতাকা উওোলন করেন SFI দিনহাটা আঞ্চলিক কমিটির সভাপতি অংশুমালী রায়, শহীদ বেদীতে মাল্যদান করেন SFI রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার সহ অন্যান নেতৃত্বরা।