প্রাক্তন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল

সংবাদ একলব্যঃ 

আজ সন্ধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানালেন পুত্র অভিজিত্‍ মুখোপাধ্য়ায়। টুইটারে অভিজিত্‍ জানিয়েছেন আপনাদের সকলের প্রার্থনায়, আমার বাবা এখন স্থিতিশীল। পাশাপাশি, আরোগ্য় কামনার জন্য় প্রার্থনা করতে সকলকে অনুরোধ করেছেন তিনি।

টুইটে তিনি লেখেন- 

'আপনাদের সকলের প্রার্থনায়, আমার বাবা এখন স্থিতিশীল। ওঁর আরোগ্য় কামনার জন্য় প্রার্থনা করতে সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ'।


প্রসঙ্গত, বাথরুমে পড়ে গিয়ে মাথায় ও ডান হাতে আঘাত পেয়ে হসাপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছিল বলে জানিয়েছিল দিল্লির সেনা হাসপাতাল। ছিলেন ভেন্টিলেশনেই। প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তার পরেও উন্নতির লক্ষণ দেখা যায়নি, এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেই জানা গিয়েছিল। পাশাপাশি, করোনা পজিটিভ তিনি বলেও জানিয়েছেন নিজেই। তবে কোনও উপসর্গ নেই তাঁর।