করোনাকে হারিয়ে অভিনয়ে ফিরলেন বিগ বি
SANGBAD EKALAVYA:
গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নিজেই সেকথা ট্যুইট করে জানিয়েছিলেন তিনি। প্রায় মাসখানেক চিকিৎসাধীন থাকার পর অবশেষে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বিগ বি। ফিরেছেন নিজের প্রিয় অভিনয় জগতেও।
সোমবার ট্যুইট করে সিনিয়র বচ্চন লিখেছেন,"It has begun .. back to work and KBC 12 .." অর্থাৎ "আবার শুরু...কাজে এবং KBC 12 তে ফেরা.."
T 3636 - It has begun .. back to work and KBC 12 .. pic.twitter.com/YLCvUGioYd
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊