পেয়েছেন রাষ্ট্রপতি এওয়ার্ড, ফায়ার অফিসার নিতাই চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা গোলাপবাগ অগ্নিনির্বাপন দপ্তরের
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ
পূর্ব বর্ধমান শহরের বর্ধমান গোলাপবাগ অগ্নিনির্বাপন দপ্তরে মঙ্গলবার এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি দপ্তরের পক্ষ থেকেই করা হয়। এদিন, বর্ধমান ডিভিশনাল ফায়ার অফিসার নিতাই চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হয়।
নিতাই বাবুর কাজের অগ্ৰগতি এবং ভালো কাজ করায় রাষ্ট্রপতি এওয়ার্ডে পান এবছরেরই ১৫ই আগষ্টে ।তার এই কৃতিত্ব অর্জন জন্য এদিন তাকে দপ্তরের পক্ষ থেকে দপ্তরের উচ্চপ্রদস্থ আধিকারিকরা নিতাই বাবুকে স্মারকলিপি প্রদান করেন। উত্তরিয়া পরিয়ে ফুলের স্তবক দিয়ে সন্মান জানন আধিকারিকরা।
এদিন নিতাইবাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমার এই সন্মান শুধু আমার জন্য নয় কারন আমাদের যে এই দমকল বিভাগের যেসমস্ত কর্মীরা রয়েছেন তাদের জন্য আমার এই পুরষ্কারপ্রাপ্ত ।
এদিন তিনি আরও বলেন এই রাষ্ট্রপতি পুরুষ্কার পাওয়াতে আমি নিজেকে গর্বিত মনে করছি। এই পুরষ্কার পাওয়ার সাথে সাথে আমার কাজের উৎসাহ -দায়িত্ব আরও বেড়ে গেলো। এবং আরো ভালো করে কাজ করতে হবে এবং ডিপার্টমেন্ট আরও কিভাবে উন্নত করা যায় সেদিকে নজর রাখতে হবে বেশি করে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊