রাস্তায় পরে ভবঘুরের মৃতদেহ, করোনা সন্দেহে চাঞ্চল্য 

শচীন পাল, সংবাদ একলব্যঃ  সোমবার গোপীবল্লভপুরের ছাতিনাশোল চকে রাস্তার ধারে এক ভবঘুরে ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখা যায়। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। খবর কানে যেতেই বেলা দুটোর দিকে গোপীবল্লভপুর এক নম্বর মণ্ডলের জি এস মাননীয় স্বপন রথ মহাশয় ঘটনাস্থলে ছুটে যান তিনি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন যুবনেতা সুমন্ত মহান্তি কে। খবর দেওয়া মাত্রই তিনি যুব মোর্চার কিছু কর্মী প্রসিদ্ দলাই ,গোপাল ওঝা ও কৃষ্ণ প্রসাদ দাস কে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ওই মৃতদেহ কে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন এবং তার করোনা টেস্ট করা হয়। যদিও ওই মৃত ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসে।


যুবনেতা সুমন্ত মহান্তি এবং গোপীবল্লভপুর এক নম্বর মণ্ডলের জি এস স্বপন রথ মহাশয় বর্তমান অসহায় পরিস্থিতিতে প্রতিটি সাধারন মানুষের পাশে থাকার আশ্বাস দেন। করোনা মোকাবিলায় সবাইকে একজোট হয়ে মানুষের পাশে থেকে কাজ করার আাবেদনও জানান সকলের কাছে।