করোনা আক্রান্ত রোগীর নাম ফেসবুকে প্রকাশ করলেই তিন মাসের জেল ! জেনে নিন বিস্তারিত
SANGBAD EKALAVYA:
যেকোনো বিষয়কে জনপ্রিয় অথবা ভাইরাল করতে সোশ্যাল মিডিয়ার থেকে ভালো মাধ্যম আর নেই। আর তাই করোনা সংক্রমণের মধ্যেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে করোনা নিয়ে নানা ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (Whatsapp) একটি খবর হু হু করে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তদের নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে তিন মাসের জেল হবে! এই মেসেজটিতে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফেই জারি করা হয়েছে এই নির্দেশিকা। তাই কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে রাখা হয়েছে কড়া নজরে। যদিও পিআইবি ফ্যাক্ট চেক জানাচ্ছে, এই তথ্য সম্পূর্ণ ভুল। এই ধরণের কোনও পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হয়নি।
করোনা বিষয়ক এই খবরটি ভাইরাল হতেই এর সত্যতা যাচাই করে পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) ট্যুইট করে জানিয়েছে,"করোনা আক্রান্তদের নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী তিন মাসের জেল হবে বলে যে খবর হোয়াটসঅ্যাপে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রান্ত এরকম কোনো নির্দেশিকা জারি করেনি।"
दावा: एक व्हाट्सएप मैसेज में दावा किया जा रहा है कि केंद्र सरकार ने नई गाइडलाइन जारी की है, जिसके अनुसार कोरोना संक्रमित रोगियों की सूची वायरल करने पर 3 माह की कैद होगी.#PIBfactcheck: यह दावा फर्जी है, केंद्र सरकार ने कोरोना वायरस से जुड़ी ऐसी कोई गाइडलाइंस जारी नहीं की है. pic.twitter.com/yoW25pH6cK
— PIB Fact Check (@PIBFactCheck) August 26, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊