Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার বিধ্বংসী আগুনে (Fires Escalate) ধ্বংশের মুখে উত্তর ও মধ্যে ক্যালিফোর্নিয়ার (California) বিস্তীর্ণ এলাকা





করোনার কারনে মানুষ যখন গৃহবন্দী, তখন প্রকৃতি তার নেজের খেয়ালে পেখম মেলছে। কিন্তু এরই মাঝে বিধ্বংসী আগুনে (Fires Escalate) ধ্বংশের মুখে উত্তর ও মধ্যে ক্যালিফোর্নিয়ার (California) বিস্তীর্ণ এলাকা। 

সংবাদ সংস্থা AFP জানিয়েছে -"বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়লে এলাকার মানুষদের সরিয়ে নেওয়া হয়। সান ফ্রান্সিসকো অঞ্চলে আগুনের ধোঁয়ায় চারিদিক ছেয়ে গেছে। যা বিপজ্জনকভাবে পরিবেশকে প্রভাবিত করছে। সপ্তাহের শুরুতে বজ্রপাতের ফলে ভয়াবহ আগুন লেগে ছড়িয়ে পড়তে থাকে।" 



AFP আরও জানিয়েছে "সান ফ্রান্সিসকোর ৫০০ স্কোয়ার মাইল এলাকাজুড়ে জঙ্গল ও এলাকায় ঘরবাড়িতে ভয়াবহ আগুন লাগে। যার ফলে প্রাণ হারান প্রায় ৫ জন। এদের মধ্যে একজন সাধারণ মানুষ ও ৪ জন দমকল কর্মী। ১০০ টিরও বেশি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কর্তৃপক্ষ প্রায় ৩০,০০০ মানুষকে এলাকা থেকে এখনও পর্যন্ত সরিয়ে আনতে পেরেছে। আগামী কয়েকঘণ্টায় তারা আরও কিছু মানুষকে সরাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।" 

প্রসঙ্গত গত বছর অগাস্ট মাসের প্রায় ১৭ দিন ধরে ভয়াবহ দাবানলে আমাজনের জঙ্গল পুড়েছে। পৃথিবীর ফুসফুস বলা হয় যাকে, যে জঙ্গল পৃথিবীর ২০% অক্সিজেন প্রদান করে, যার কারনে পৃথিবীর ১০% জীব বৈচিত্র্য সম্পন্ন হয়, যার কারনে পৃথিবীর ক্লাইমেট অনেকাংশে নির্ভর করে, সেই জঙ্গল অনেকটাই পুড়ে গেছে। 

৩০ই অক্টোবর  লস এঞ্জেলেস জুড়ে একটি দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। এর জেরে বেশ কিছু বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে। 

১৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ আকার ধারণ করে দাবানল । ছড়িয়ে পড়ে ক্রমশ দানবের মত। দাবানলের জেরে তীব্র দাবদাহের সৃষ্টি হয়। অস্ট্রেলিয়ায়  কয়েক সপ্তাহ ধরে দাবানল চলে। যার জেরে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code