ওয়েব ডেস্ক, ৩০ই অক্টোবর: লস এঞ্জেলেস জুড়ে একটি দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এর জেরে বেশ কিছু বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে। সোমবার মাঝরাতে ওই এলাকায় বসবাসকারী বেশ কয়েকজন তারকাসহ ঐ নগরীর বেশ কয়েকটি এলাকার কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরের অন্যতম অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রায় ৫০০ একরব্যাপী ছড়িয়ে পড়েছে এই দাবানলের প্রকোপ। দাবানলের আগুনের কারণে শহরটির বিখ্যাত গেটি সেন্টার মিউজিয়াম সমস্যার মুখে পড়েছে। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট নাগাদ লস এঞ্জেলেসের পশ্চিম অংশে গেটি সেন্টারের কাছে নতুন করে অগ্নিকাণ্ড শুরু হয়।
কয়েকশত কিলোমিটার দূরে সান ফ্রান্সিসকোর উত্তরদিকে বুধবার রাত থেকে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় ও ধ্বংসাত্মক দাবানল ‘কিনকেইড’ পাঁচ দিন ধরে তাণ্ডব চালাচ্ছে। দাবানলের জেরে ১লক্ষ ৮০ হাজার মানুষকে ঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রায় ২০ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে।
‘টার্মিনেটর’ তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, লস এঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস, অভিনেতা ক্লার্ক গ্রেইগ ও ‘সন্স অব অ্যানার্কি’র নির্মাতা কার্ট সাটার টুইটারে জানিয়েছেন তারা নিজ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এছাড়াও, টুইটারে জেমস জানিয়েছেন, ভোররাতে তিনি, তার স্ত্রী ও তিন সন্তান বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন ও নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। রয়টার্স জানিয়েছে,ব্রেন্টউডের উত্তরাংশে বেশ কয়েকটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ির একটি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।
টুইটারে অভিনেতা শোয়ার্জনেগার বলেছেন, “যে এলাকাগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি সেখানে থাকেন তো অপেক্ষা করবেন না, বের হয়ে আসুন।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊