A young man drowned while collecting timber floating in the river Teesta


তিস্তা নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে স্রোতে তলিয়ে গেলেন এক যুবক। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল অন্তর্গত চৌরঙ্গী এলাকায় শুক্রবার তিস্তা নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন  বছর 23 এর পেশায় টোটো চালক সাদ্দাম হোসেন। কিন্তু দিন শেষে রাত হয়ে গেলেও ফিরে আসেননি চৌরঙ্গীর ডাঙাপাড়ার সাদ্দাম হোসেন। 


শুক্রবার থেকে খুঁজাখুঁজি শুরু করা হলেও শনিবার দুপুরে এই খবর লেখা পর্যন্ত তার খোঁজ এখনও মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সহ সিভিল ডিফেন্স এর সদস্যরা। জানা গেছে, পাহাড়পুর অঞ্চলের ডাংগা পাড়ার ওই যুবক শুক্রবার লকডাউনের মধ্যে তিস্তা নদীতে নেমেছিলেন তিস্তায় ভেসে আসা জ্বালানি সংগ্রহ করতে  । কিন্তু বিকেল হয়ে গেলেও বাড়িতে সে না ফেরায় দুশ্চিন্তা বাড়ে পরিবারসহ স্থানীয়দের। পরে  অনেক খোঁজাখুঁজি করা হলেও শুক্রবার গভীর রাত পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। 

শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এলাকায় পৌছায়। সিভিল ডিফেন্স এর সদস্যরা স্পিডবোট নিয়ে তিস্তা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো তার কোন খোঁজ মেলেনি বলে জানা গেছে। 

স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রতিবেশিরা জানাচ্ছেন, সে সাঁতার জানত না। সাদ্দামের ছয় মাসের একটি শিশুকন্যার রয়েছে। তাই স্বাভাবিকভাবেই ঘটনায় বিমর্ষ পরিবার সহ প্রতিবেশীরা।