গত ৬ আগস্ট বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয় ৮ কোভিড পজেটিভ রোগী। আর আজ ভোর ৫ টা নাগাদ আগুন লাগে অন্ধ্রপ্রদেশের একটি হটেলে। এই স্বর্ণ প্যালেস হোটেলটিকে কোভিড সেন্টার বানানো হয়েছিলো। সেখানে থাকা ৭ কোভিড চিকিতসাধীন রোগী পুড়ে ছাই হয়ে যায় আজ সকালে।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে দমকল বাহিনী। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই দুর্ঘটনা।
Huge fire accident took place at the Swarna Palace Hotel, #Vijayawada. which is being used as the Ramesh Hospital #COVID19 Care Center.
— IndiaGlitz™ l తెలుగు (@igtelugu) August 9, 2020
There are up to 40 people in the hotel.
30 were #COVID victims and 10 were hospital staff.
7 have lost their lives and 30 have been rescued. pic.twitter.com/NTMm8FP9YI
বিস্তারিত আসছে...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊