শহরের ১৫ কিলোমিটারের মধ্যে হেলমেট বাধ্যতামূলক নয়? জানুন সত্যতা
সংবাদ একলব্যঃ বর্তমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের স্বাভাবিক জীবনযাপন পরিবর্তিত হয়েছে। লকডাউনে ঘরবন্দি মানুষ সময় কাটাচ্ছে টিভি সিরিয়াল দেখে কিংবা সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে নানা ভুয়ো খবর রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সে সাধারণ বিষয়েই হোক কিংবা করোনা বিষয়ক। সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি খবর ভাইরাল হয়েছে যাতে বলা হচ্ছে শহরের ১৫ কিলোমিটারের মধ্যে বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক নয়।
যদিও পিআইবি-এর তরফে জানানো হয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছে,"হেলমেট পড়ার বিষয়ে এই মেসেজ সম্পূর্ণভাবে মিথ্যা। বাইক চালকদের এখনো হেলমেট পড়া বাধ্যতামূলক।"
दावा : व्हाट्सप्प पर वायरल एक मैसेज में यह दावा किया जा रहा है की शहर से 15 किलोमीटर के दायरे के अंदर वाहन चालकों को अब हेलमेट पहनना अनिवार्य नहीं है#PIBFactCheck : यह दावा फर्जी है! वाहन चालकों को अभी भी हेलमेट पहनना अनिवार्य है l pic.twitter.com/rFQBnV7zDM
— PIB Fact Check (@PIBFactCheck) August 7, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊