১৮ শ শতাব্দীর পুরানো মারিয়াচি সঙ্গীতকে বাঁচিয়ে রেখেছে একদল মহিলা শিল্পী
মারিয়াচি লাতিন আমেরিকার সঙ্গীতের একটি গোত্র। জানাযায় উনবিংশ শতকে মেক্সিকোর পশ্চিমাংশে এর উৎপত্তি ঘটেছে। মেক্সিকোয় সঙ্গীতের এ ধারাটি ভীষণ জনপ্রিয়। অনেকে একে মারিয়েত্তি নামেও ডাকে। মারিয়াচি বলতে কখনো সঙ্গীত, সঙ্গীত দল বা শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পীর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এছাড়াও এটি মেক্সিকোর সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এ ধারার সঙ্গীতে বেহালা, ট্রাম্পেট, গিটার, ভিহুয়েলা, গুইটারন এবং কখনোবা হার্প বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। মূলতঃ ব্যান্ডেই মারিয়াচি গান গাওয়া হয় ও মঞ্চে পরিবেশন করা হয়ে থাকে।
রোমান রবিবার বিকেলে মেক্সিকানের একটি শহর ত্ল্যাকাপেকের মরিচা সংস্কৃতিতে এল পাতিও নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী মেক্সিকান রেস্তোঁরা এবং বারে, মারিয়াচি সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়।
একদিকে খাবার খেতে আসা মানুষ যখন খাবারের স্বাদ গ্রহণ করতে থাকে ঠিক তখন পাশেই মারিয়াচি গানের সুর এক মগ্ধকর পরিবেশ তৈরি করে। সারিবদ্ধ ভাবে একদল মহিলা বেহালা হাতে সঙ্গীত পরিবেশনের সাথে হালকা চালে নেচে উঠছে।
জানাগেছে স্থানীয় একটি ঐতিহ্যবাহী মেক্সিকান রেস্তোরাঁ এই ঐতিহ্যবাহী সঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন রেস্তোরায় আগত ক্রেতাদের মনোরঞ্জনের জন্যেই ব্যবস্থা করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊