Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন অভিনেতা-সাংসদ দেবের


কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন অভিনেতা-সাংসদ দেবের 


করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনে জমায়েত এড়াতে বহু দিন যাবত বন্ধ রয়েছে সিনেমা হল গুলি। এর ফলে একদিকে যেমন ভাটা পড়েছে সিনেমা জগতে তেমনি হল মালিক ও এর সঙ্গে যুক্ত মানুষেরা যে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তা স্পষ্ট। এদিকে লক ডাউন থেকে বেড়িয়ে আনলকের চতুর্থ পর্যায়েও সিনেমা হল গুলি খোলা নিয়ে কোনও রকম পদক্ষেপের দিশা নেই। এমন পরিস্থিতিতে সিনেমা হল ও তাঁর যুক্ত মানুষদের হয়ে কেন্দ্রের কাছে সিনেমা হল গুলি খোলার আবেদন জানিয়েছেন অভিনেতা- সাংসদ দেব। 



তিনি লিখেছেন, 'কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলির উপর বহু পরিবারের রোজগার নির্ভর করে। মাননীয় প্রকাশ জাভড়েকরকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।”



রেল- মেট্রো ইত্যাদি চালু নিয়ে কথা হলেও সিনেমা হল নিয়ে কোনও কথাই হয়নি সরকারের তরফে। জুলাই মাসে কেন্দ্রের কাছে সুরক্ষাবিধি নিয়ে একগুচ্ছ প্রস্তাবও দিয়েছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তারপরও কোনোরূপ কথা হয়নি। সিনেমা হল বন্ধের জেরে ধুঁকছে ফ্লিম ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। ফলে এবার অভিনেতা- দেব নিজেই সিনেমা হল খোলার ব্যাপারে কেন্দ্রের কাছে আবেদন জানালেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code