প্রথম সারির করোনা যোদ্ধাদের জন্য বড়ো ঘোষণা রাজ্যের
করোনা সংকটে নিজেদের প্রাণের বাজি রেখে দিনরাত এক করে কাজ করে চলা প্রথম শ্রেণির যোদ্ধাদের জন্য আগেই বিমার ঘোষণা করেছিল সরকার এবার তাঁদের জন্য আরও এক বড় ঘোষণা করলো সরকার। এবার সরকারি চাকরি দেওয়ার কথা জানাল রাজ্য। আরও পড়ুনঃ আগামী নভেম্বর ২০২০ পর্যন্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিলে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশিকা
বুধবার এক নির্দেশিকায় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম শ্রেণির করোনা যোদ্ধাদের কেউ মারা গেলে বা চিরতরে শারীরিক দিক থেকে অক্ষম হলে পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। ডাক্তার,নার্স-প্যারামেডিক্যাল-সহ স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সাফাইকর্মী, সিভিক পুলিশ, সিভিক ভলান্টিয়াররা রাজ্য সরকারের ঘোষণা মতো ওই সুবিধা পাবেন।
মৃতের স্বামী/ স্ত্রী, পুত্র/কন্যা/ আইনগতভাবে দত্তক নেওয়া সন্তান/ অবিবাহিত মেয়ে/ বিবাহিত মেয়ে (যদি বিয়ের আগে বাবা বা মা মারা যান)/ ভাই বা বোন যদি বাবা-মা ও ভাইবোনেরা সম্পূর্ণ ভাবে মৃত কর্মীর ওপর নির্ভরশীল হয়ে থাকেন তারাই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গ্রুপ সি ও গ্রপ ডি কর্মী হিসেবে নিয়োগ করা হবে বলেও জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊