নিট, জেইই রায়ের রিভিউ চেয়ে শীর্ষ আদালতে আবেদন ৬ রাজ্যের
গত ১৭ আগস্ট সেপ্টেম্বরে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) আয়োজন করতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু করোনা আবহে পরীক্ষা গ্রহণ নিয়ে উঠছে নানাবিধ প্রশ্ন। এদিকে, ১ থেকে ৬ সেপ্টেম্বর জেইই, ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার আয়োজন করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ স্থগিত রাখার দাবি তুলছে ছয়টি বিরোধী দল শাসিত রাজ্য।
এবার, সুপ্রিম কোর্টের রায় রিভিউ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পঞ্জাব ও রাজস্থান এই ছয় রাজ্য।
গত ২৬শে আগস্ট কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ স্বরূপ বিরোধী দল শাসিত রাজ্য়গুলির সাথে বৈঠক বসেন। সেখানেই, যতদিন না পরিস্থিতি পড়ুয়াদের পরীক্ষায় বসার অনুকূল হয়,ততদিন আপাতত পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব দেন।
এদিকে, গতকাল কংগ্রেস কর্মী, সমর্থকও দিল্লিতে শাস্ত্রী ভবনের বাইরে বিক্ষোভ দেখান। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ডাকেই পরীক্ষা পিছনোর দাবিতে অবস্থানে বসেন কংগ্রেস কর্মীরা। ট্যুইট করে রাহুল গাঁধী একজোট হয়ে পরীক্ষা স্থগিত রাখার দাবি করতে বলেছেন পড়ুয়াদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊