অভিনব বর্ষপূর্তি পালন পশুপ্রেমী সংগঠন অ্যানিমেল লাভার্স এর 



ধূপগুড়ি, নিজস্ব প্রতিনিধিঃ  সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে পথ কুকুরদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করল পশুপ্রেমী সংগঠন অ্যানিমেল লাভার্স।  বুধবার ধূপগুড়ি শহরের বিবেকানন্দ পাড়া তে কেক কেটে সংস্থার বর্ষপূর্তি পালন করেন সংগঠনের সদস্যরা। "অ্যানিমেল লাভার্স" সংগঠনের সদস্যরা  একত্রিত ভাবে মিলিত হয়ে এই বর্ষপূর্তি উপলক্ষে পথ কুকুর দের খাওয়ানোর ব্যাবস্থা করে। এদিন  ১৫ কেজি চাল, পাঁচ কেজি মুরগির মাংস দিয়ে কম মসলাযুক্ত এবং কম তেল ব্যবহার করে বিরিয়ানি আকারে খাদ্য বানিয়ে ধূপগুড়ি পুরো এলাকার ১৬ টি ওয়ার্ডের প্রতিটি অলিতে গলিতে টোটো তে করে গিয়ে কুকুরদের খাওয়ান সংগঠনের সদস্যরা।আরও পড়ুনঃ  কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?



আর সেই মাংস ভাত পেয়ে রীতিমত খুশি পথ কুকুরের দল।  তাদের ভালবাসা ও আন্তরিকতা লেজ নাড়িয়ে জ্ঞাপন করে সারমেয়র দল।

সংগঠনের কর্মকর্তা অসীম চ্যাটার্জী ও অনিকের চক্রবর্তী বলেন, আমরা মূলত গৃহ পালিত পশু দের কে নিয়ে কাজ করে থাকি। বিশেষ করে কুকুর কে নিয়েই আমাদের কাজ। আজ আমাদের সংগঠনের এক বছর পূর্ণ হলো। সেই খুশিতে আমরা সকল সদস্যরা মিলে শহরের সমস্ত কুকুর দের পেট ভরে মাংস ভাত খাওয়ার আয়োজন করি। আমরা খুবই খুশি এই অসহায় প্রাণী গুলির পাশে থাকতে পেরে। আমরা এই সমস্ত অবলা জীব দের পাশে সব সময় থাকবো।