৬ দফা দাবীতে ডেপুটেশন সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর 

SANGBAD EKALAVYA: 


2015-2016 সালে সর্বচ্চ নাম্বারের ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি মেনে গ্রামীন সম্পদ কর্মী হিসাবে সামজিক নিবিষ্কার কাজের জন্য নিযুক্ত হয় গ্রামীন সম্পদ কর্মীরা । মূলত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের অধীন স্যোসাল অডিট দপ্তরের সমস্ত VRP-রা রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিয়ে চলেছে । কিন্তু যে কাজ বছরে দুই বার হওয়ার কথা, কিন্তু বর্তমানে বছরে একবার-ই আমাদের কে সেই কাজ প্রদান করা হয় বলে তাদের অভিযোগ। এর পাশাপাশি তারা আরও জানান "মাননীয়া মুখ্যমন্ত্রী আমদেরকে বছরে 240 দিন পতঙ্গ বাহিত রােগ নির্ণয় এব কাজ করার মত সুযােগ করে দিয়েছেন। সেই কাজ আমরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে করি এবং দিনের শেষে মাত্র 175 টাকা পারিশ্রমিক পাই। আমরা মাসে 20 দিন কাজ পাই অর্থাৎ মাসে 3500 টাকা সম্মানিক হিসাবে পেয়ে থাকি। বাড়ি পরিদর্শন করতে গিয়ে SAVRP রােগাক্রান্ত হলে কিংবা কর্মরত অবস্থায় SAVRP র মৃত্যু হলে সেই পরিবারকে চরম আর্থিক সঙ্কটে পড়তে হচ্ছে।"আরও পড়ুনঃ  কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?






VBDC, COVID 19, সহ SAVRP বা (গ্রামীন সম্পদ কর্মী) আরাে বিভিন্ন প্রকল্পের কাজ কবেন যেমন জয় বাংলা খাদ্য সাথী , স্বাস্থ্য সাথী , আস্ফান পরবর্তী পরিস্থিতিতে মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়া , ভােটার ভেরিফিকেশন , কৃষক বন্ধু , ফসল বীমা , বাড়ি বাড়ি ফুড কুপন ডিস্ট্রিবিউশন প্রভৃতি। অথচ আর্থিক দিক থেকে সরকার VRP দের একদমই দেখেনি  বলে অভিযোগ সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন। 


সংগঠনের পক্ষথেকে সভাপতি রেজ্জাক আলি মিয়াঁ  বলেন-  "এমত অবস্থায় আমরা এবং আমাদের পরিবার অনাহারে, অর্ধাহারে জীবনযাপন করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে কালিঘাটে মাননীয়া মুখ্যমন্ত্রী বাড়িতে, নবান্নে, পঞ্চাযেত দপ্তরে, স্বাস্থ্য দপ্তবে ও বিভিন্ন সরকারী দপ্তরে আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধবে, কর্ম নিশ্চয়তা প্রদান ও স্থায়ীকরন , সম্মান জনক মাসিক বেতনের আবেদন জানিয়ে অনেক স্মারকলিপি জমা দিয়েছি। লােকসভা নির্বাচনের পূর্ববর্তী সময়ে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রকাশ্যে প্রতিশ্রুতি দিযেছিলেন “ লােকসভা নির্বাচনের পর গ্রামীন সম্পদ কর্মীদেরকে সিস্টেমের মধ্যে এনে মাসিক বেতনের ব্যবস্থা করবেন। আমরা ও আমাদের পরিবার আজও সেই শুভক্ষনের অপেক্ষায় আছি।" 

আজ একাধিক দাবীকে সামনে রেখে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন এর দিনহাটা শাখা দিনহাটা ২ নং ব্লক বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করে। তাদের দাবী- 

1. মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী SAVRP দের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। 
2. SAVRP-দের 100% সামাজিক নিরীক্ষার কাজে নিযুক্ত করতে হবে৷ 
3. SAVRP-দের কর্ম নিশ্চয়তা প্রদান ও স্থায়ীকরন করতে হবে। 
4. স্পর্শকাতর ডেঙ্গু ও মাবন ব্যধি coVID-19 অতিমাবিতে কাজের জন্য উপযুক্ত প্রােটেকশনের ব্যবস্থা করতে হবে। 
5. SAVRP - দের স্বাস্থ্যসাথী ও জীবন বীমা চালু করতে হবে। 
6. সরকারি কর্মচারীর সমমর্যাদা দিতে হবে।