ভারত বাঁচাও কর্মসূচী উপলক্ষ্যে রাজ্যের সাথে সাথে দিনহাটাতেও বিক্ষোভ ও পথসভা
দিনহাটা, সংবাদ একলব্যঃ
কোচবিহার জেলার সাথে সাথে বাম - কংগ্রেস - ওয়েল ফেয়ার পার্টি যৌথ মঞ্চের গনসংগঠন সমূহের ডাকে দিনহাটা মহকুমায় ভারত বাঁচাও কর্মসূচী উপলক্ষে দিনহাটা চৌপথী, নাজিরহাট, বামনহাট, ওকড়াবাড়িতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়।
দিনহাটা চৌপথীতে বক্তব্য রাখেন ছাত্র - যুব পক্ষে শুভ্রালোক দাস, আব্দুল রউফ, সামীম আক্তার, কংগ্রেসের কেশব রায়, নজিরহাটে বক্তব্য রাখেন দিলীপ সরকার, আব্দুল রউফ, বামনহাটে বক্তব্য রাখেন তারা সাধন সিংহ, ওকড়াবাড়িতে বক্তব্য রাখেন তারাপদ বর্মন, আমিনাল হক্, কেশব রায়, বিকাশ মন্ডল প্রমুখ। দিনহাটা ২ নং ব্লক বিডিও অফিসেও এদিন বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়।
দাবী সমূহ -
★রেল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে
★কেন্দ্রীয় সরকারের জনবিরোধীনীতির প্রতিবাদে
★লকডাউন পর্বে কাজের নিরাপত্তা এবং প্রাপ্য মজুরী ও বেতন দেওয়ার দাবীতে
★সমস্ত বেকার যুব-র কর্মসংস্থানের দাবীতে ও কাজ দিতে না পারা পর্যন্ত ৬,০০০টাকা বেকার ভাতা দেওয়ার দাবী।
জোটের সব নেতারাই একদিকে যেমন কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করেন অন্য দিকে রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামিম আখতার জানান "একটা নির্বাচিত সরকারের দায়িত্ব দেশের সম্পদকে রক্ষা করা কিন্তু BJP সরকার একের পর এক রাষ্ট্রিয় সম্পদ বিক্রি করে দিচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।"
এই জোট আগামী দিনে রাজ্য এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বলে তারা দাবি করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊