Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের ২২ গজে ফিরছেন বাংলাদেশের অলরাউন্ডার তারকা শাকিব আল হাসান


ফের ২২ গজে ফিরছেন বাংলাদেশের অলরাউন্ডার তারকা শাকিব আল হাসান 

সংবাদ একলব্যঃ 

আইপিএলে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও গোপন রাখার অপরাধে সমস্ত ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। অক্টোবরেই নির্বাসন মুক্ত হয়ে যাবেন তিনি। আগামী মাস থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করবেন তিনি বলেই খবর। 


রাজধানী ঢাকার অদূরে সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন শুরু করবেন বলে জানা গেছে। প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের মেন্টর নাজমুল আবেদিন বলেছেন, ‘শাকিব আগামী মাস থেকে বিকেএসপি’তে আসবে। সেখানে কোচ এবং ট্রেনারদের উপস্থিতিতে অনুশীলন শুরু করবে।’ আবেদিনের কথায়, অগাস্টের শেষে দেশে ফেরার পর আগামী মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের প্রস্তুতি শুরু করবেন শাকিব। ৩৩ বছর বয়সী বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব এই মুহূর্তে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে রয়েছেন বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code