সামাজিক দূরত্ব বজায় রেখে গণেশ পুজো


শচীন পাল, সংবাদ একলব্য: গোটা বিশ্বজুড়ে চলছে করোনা আবোহ। এরি মধ্যে আজ শনিবার গণেশ পুজো, জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে গণেশ পুজো। সেই রূপ গোপীবল্লভপুর ১ নং ব্লকের ধর্মপুর গ্রামে সরকারি নির্দেশিকা মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে গণেশ পুজোর আয়োজন করল বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব।

ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখতে ও মাক্স পরার আবেদন করা হয়েছে। প্রত্যেক বছর সাড়ম্বরে গনেশ পূজা পালন করা হতো। কিন্তু এবছর ঠিক তার উল্টো ছবি ধরা পড়লো ধর্মপুর গ্রামের বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের পূজো মণ্ডপে।