Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিবেশ মন্ত্রকের স্বচ্ছতা সর্বেক্ষণ (Swachh Survekshan 2020) পুরস্কারে শীর্ষে ইনদওর শহর The Centre awarded Indore as the cleanest city in the nation


পরিবেশ মন্ত্রকের স্বচ্ছতা সর্বেক্ষণ (Swachh Survekshan 2020) পুরস্কারে শীর্ষে ইনদওর শহর  


সম্প্রতি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে পরিষ্কার-পরিচ্ছন্ন শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। স্বচ্ছ সর্বেক্ষণ ২০২০ সারা দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনদওর। এই নিয়ে পরপর চতুর্থবার শীর্ষ স্থান ধরে রাখল ইনদওর। দেশের দ্বিতীয় সবচেয়ে পরিষ্কার শহর গুজরাতের সুরাত ও তৃতীয় মহারাষ্ট্রের নভি মুম্বই। তবে প্রথম দশে পশ্চিমবঙ্গের কোনও শহর নেই। 


‘স্বচ্ছ মহোৎসব’ নামের ভার্চুয়াল প্রোগ্রামে মোট ১২৯ টি শীর্ষ শহর ও রাজ্যকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি এই পুরস্কার দিয়েছেন। এই কর্মসূচির আয়োজন করেছিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক। 


তালিকায়- প্রথম স্থানে ইনদওর, দ্বিতীয় স্থানে রয়েছে সুরাত, তৃতীয় স্থানে নভি মুম্বই, চতুর্থস্থানে অম্বিকাপুর, পঞ্চম স্থানে মহীশূর, ষষ্ঠ স্থানে বিশাখাপত্তনম সপ্তমে স্থানে আহমেদাবাদ অষ্টম স্থানে দেশের রাজধানী দিল্লি। নবম স্থানে চন্দ্রপুর ও দশম স্থানে খারগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code